ধাপ: ১ ওয়েব সাইটের (www.dpdc.org.bd) ডান পার্শ্বের প্যানেলে নতুন সংযোগের জন্য আবেদন বোতামে চাপ দিতে হবে। অতঃপর আবেদন নতুন সংযোগ লিংকে চাপ দিলে প্রয়োজনীয় প্রাথমিক তথ্য গ্রহণের জন্য একটি পেইজ আসবে। এই পেইজে তথ্যগুলো সঠিক ভাবে দেওয়ার পর পেজের নিচে অবস্থিত Save বোতামে চাপ দিতে হবে। এর ফলে আবেদনকারীর উল্লেখিত মোবাইল নম্বরে আবেদনের ডাকটি ট্র্যাকিং নম্বর ও পিন নম্বর সম্বলিত একটি SMS যাবে এবং আবেদনকারীকে Confirmation করার জন্য অনুরোধ করা হবে উল্লেখ্য যে, ট্র্যাকিং নম্বর ও পিন নম্বরের মাধ্যমে আবেদনকারী ইচ্ছে করলে Confirmation এর পূর্বে পূরনকৃত বিভিন্ন তথ্য পরিবর্তন করতে পারবে। কিন্তু Confirmation এর পর কোন তথ্য পরিবর্তন করা যাবে না। Confirmation করার পর আবেদনকারীর কম্পিউটার মনিটরে পূরণকৃত আবেদন পত্রটি আসবে এবং আবেদনকারীকে আবেদনপত্রটি প্রিন্ট ও স্বাক্ষর করে পরবর্তীতে জমা দিতে হবে সংশ্লিস্ট বিদ্যুৎ অফিসে। তাছাড়া এই ট্র্যাকিং নম্বর ও পিন নম্বরের মাধ্যমে আবেদনকারী পরবর্তীতে আবেদন এর বর্তমান অবস্থা জানতে পারবেন। ধাপ: ২ LT সংযোগের জন্য SMS এর মাধ্যমে আবেদনকারীকে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজ পত্র সমূহ প্রেরণ করার জন্য অনুরোধ করা হবে
Copyright©DGM (ICT), Revenue, Dhaka Power Distribution Company Limited. All rights reserved.